Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জন্ম নিবন্ধন রেজিস্টার


 

জন্ম নিবন্ধনের নির্ধারিত আবেদন ফরমে (ছাপানো বা হাতে লিখা হলেও চলবে) নিবন্ধকের নিকট নিম্নে বর্ণিত দলিল বা প্রত্যয়নসহ আবেদন করতে হবে।

  • নিবন্ধনাধীন ব্যক্তির জন্মের পাঁচ বৎসরের মধ্যে আবেদন করা হলে-
    • তথ্য সংগ্রহকারীর প্রত্যয়ন, অথবা
    • ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি, অথবা
    • সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত জন্ম সংক্রান- সনদের সত্যায়িত অনুলিপি, অথবা
    • নিবন্ধক যেরূপ প্রয়োজন মনে করেন জন্ম সংক্রান্ত সেরূপ অন্য কোন দলিলের সত্যায়িত অনুলিপি, অথবা
    • তথ্য সংগ্রহকারী হিসাবে নিবন্ধক কর্তৃক নির্দিষ্টকৃত কোন এনজিও কর্মীর প্রত্যয়ন।
  • নিবন্ধনাধীন ব্যক্তির জন্মের পাঁচ বৎসর পরে আবেদন করা হলে-
    • বয়স প্রমাণের জন্য এমবিবিএস ডাক্তারের এবং জন্মস্থান বা স্থায়ীভাবে বসবাসের স্থান প্রমাণের জন্য সংশ্ল্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর/সদস্যের প্রত্যয়ন, অথবা
    • বয়স ও জন্মস্থান প্রমাণের জন্য তথ্য সংগ্রহকারী হিসাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক বা তৎকর্তৃক মনোনীত শিক্ষক বা কর্মকর্তার প্রত্যয়ন, অথবা
    • বয়স ও জন্মস্থান প্রমাণের জন্য ইপিআই কার্ড বা পাসপোর্ট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা কোন চিকিৎসা প্রতিষ্ঠানের জন্ম সংক্রান- ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত জন্ম সংক্রান- সনদের সত্যায়িত অনুলিপি, অথবা
    • নিবন্ধক যেরূপ প্রয়োজন মনে করেন জন্ম সংক্রান- সেরূপ অন্য কোন দলিলের সত্যায়িত অনুলিপি, অথবা
    • তথ্য সংগ্রহকারী হিসাবে নিবন্ধক কর্তৃক নির্দিষ্টকৃত কোন এনজিও কর্মীর প্রত্যয়ন।
    • জন্ম নিবন্ধন কি কাজে লাগে



      ব্যক্তির ক্ষেত্রে তাঁর পরিচিতি ও বয়স নির্ধারণের জন্য এবং রাষ্ট্রের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণের জন্য জন্ম নিবন্ধন জরুরী। ব্যক্তির চিকিৎসা সেবা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিবাহ প্রভৃতি ক্ষেত্রে প্রকৃত বয়স জানা অপরিহার্য, আর এই অপরিহার্যতা মিটাতেই প্রয়োজন জন্মের সঙ্গে সঙ্গে জন্ম নিবন্ধন সম্পন্নকরণ।

      ৩১ ডিসেম্বর ২০০৮ এর পর থেকে নিম্নোক্ত সেবাসমূহ পেতে হলে একজন নাগরিককে তাঁর জন্ম সনদ দেখানোর আইনগত বাধ্যবাধকতা আছে:
      জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনমূলে:
      (ক) পাসপোট ইস্যু;
      (খ) বিবাহ নিবন্ধন;
      (গ) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্ত্তি;
      (ঘ) সরকারী, বেসরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থায় নিয়োগদান;
      (ঙ) ড্রাইভিং লাইসেন্স ইস্যু;
      (চ) ভোটার তালিকা প্রণয়ন;
      (ছ) জমি রেজিস্ট্রেশন;
      জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালাসমূহমূলে:
      (জ) ব্যাংক হিসাব খোলা;
      (ঝ) আমদানী ও রপ্তানী লাইসেন্স প্রাপ্তি;
      (ঞ) গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি;
      (ট) ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) প্রাপ্তি;
      (ঠ) ঠিকাদারী লাইসেন্স প্রাপ্তি;
      (ড) বাড়ির নক্সার অনুমোদন প্রাপ্তি;
      (ঢ) গাড়ির রেজিস্ট্রেশন প্রাপ্তি;
      (ণ) ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও
      (ত) জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি।

      জন্ম তথ্য প্রদানকারী



      শিশুর পিতা বা মাতা বা অভিভাবক শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য দায়ী থাকবেন।

      এছাড়া নিম্নবর্ণিত ব্যক্তিগণ কোন ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য নিবন্ধকের নিকট তথ্য প্রেরণ করতে পারবেন:

      • ইউনিয়ন পরিষদের সদস্য, এবং সচিব;
      • গ্রাম পুলিশ;
      • সিটি কর্পোরেশন বা পৌরসভার কাউন্সিলর;
      • ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট এলাকায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও পরিবার কল্যাণকর্মী;
      • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেক্টরে নিয়োজিত বেসরকারী প্রতিষ্ঠানের (এনজিও) মাঠকর্মী;
      • কোন সরকারী বা বেসরকারী হাসপাতাল বা ক্লিনিক বা মাতৃসদন বা অন্য কোন প্রতিষ্ঠানে জন্মগ্রহণের ক্ষেত্রে উহার দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার অথবা ডাক্তার বা ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা;
      • নিবন্ধক কর্তৃক নিয়োজিত অন্য কোন কর্মকর্তা বা কর্মচারী;
      • জেলখানায় জন্মের ক্ষেত্রে জেল সুপার বা জেলার বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি;
      • পরিত্যক্ত শিশুর ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা;
      • নির্ধারিত অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান।

      আপনাকে যা যা আনতে হবে-

      ১। নিবন্ধনকৃত ব্যক্তির - নাম,পিতার নাম,মাতার নাম,জন্মস্থানের বিস্তারিত ঠিকানা, বর্তমান ঠিকানা,স্থায়ী ঠিকানা।

      ২। বয়স প্রমান- পাসপোর্ট,ভোটার আইডি কার্ড,কাবিন নামা,টিকা খাওয়ানোর কার্ড,এসএসসি সনদ বা প্রশংসাপত্র,বা পূর্বে করা যে কোন পরিচয় পত্র যাহা সরকার অনুমোদিত।

      http://bris.lgd.gov.bd/pub/

      http://bris.lgd.gov.bd/pub/?pg=application_status

      আবেদন করার পর উপরের লিঙ্ক হতে যাচাই করতে পারবেন।

      তাছাড়া নিচের লিঙ্ক হতে যে কোন  নিবন্ধনকৃত ব্যক্তির জন্মনিবন্ধন তথ্য যাচাই করেতে পারেন।

      http://bris.lgd.gov.bd/pub/?pg=verify_br

      জন্ম ও মৃত্যু নিবন্ধনে ফিস-এর হার

      বিষয়ফিসের হার
      অনূর্ধ্ব আঠার বৎসর বয়সীদের ব্যক্তিদের জন্ম নিবন্ধনশূন্য
      সকল ব্যক্তিদের জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন ফিস২০.০০ টাকা
      আঠার বা তার চেয়ে বেশী বয়সের ব্যক্তিদের জন্ম নিবন্ধন৫০.০০ টাকা
      সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে প্রদত্ত নিবন্ধন সনদে কোন ভুল বা গরমিল পরিলক্ষিত হলে নিবন্ধন সনদ এবং, ক্ষেত্রমত, নিবন্ধন বহি সংশোধন১০.০০ টাকা
       
      জন্ম ও মৃত্যু নিবন্ধনের ফিসের হারের গেজেটের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন
      ইউনিয়ন পরিষদপৌরসভাসিটি কর্পোরেশনক্যান্টনমেন্ট বোর্ড